চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন এয়ারপোর্ট রোডে চলমান সোজাকরণ কাজ পরিদর্শন করেছেন। এসময় তিনি প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তা ও কার্পেটিং কাজ বাস্তবায়নের নির্দেশ দেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেই চলমান কাজ পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
তিনি বলেন, কয়েকদিনের বৃষ্টিতে নগরের গুরুত্বপূর্ণ সড়কসহ রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে করে সড়ক দুর্ঘটনা, যানজটসহ নানামুখী সমস্যায় নগরবাসী হয়রানির শিকার হচ্ছে। বিমানবন্দর ব্যবহারকারী ও সংশ্লিষ্ট এলাকাবাসীর জন্য এই সড়কটি গুরুত্বপূর্ণ।
বিমানবন্দর থেকে বেরিয়ে ১৫নং ব্রিজ পর্যন্ত সড়কটি বাঁকা হওয়ার কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। তাছাড়া এখানে যানজট নিত্য দুর্ভোগে পরিণত হয়েছে। এই অসুবিধার কথা উপলব্ধি করে সড়কটি বর্তমানে সোজা করা হচ্ছে। সমন্বিতভাবে একাজ বাস্তবায়ন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও চট্টগ্রাম সিটি করপোরেশন।