পাকিস্তান সফরে যেতে সম্মত হয়েছে শ্রীলঙ্কা। বহির্বিশ্বের রাষ্ট্রপ্রধানদের সমান নিরাপত্তা ব্যবস্থার প্রতিশ্রুতিতে এ সফরে রাজি হয়েছে লঙ্কানরা।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফ থেকে এ খবর নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলা হয়েছে, ‘পাকিস্তান সরকারের তরফ থেকে দেশটির (শ্রীলঙ্কায়) হাইকমিশনার শ্রীলঙ্কান সরকারকে পুনরায় নিশ্চিত করে বলেছেন, রাষ্ট্রপ্রধানদের যে নিরাপত্তা দেওয়া হয়, শ্রীলঙ্কা জাতীয় দলকেও তার সমান নিরাপত্তা দেওয়া হবে।’
এর প্রেক্ষিতে শ্রীলঙ্কার পাকিস্তান সফর আগের সূচি অনুযায়ীই মাঠে গড়াবে। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজ।
প্রসঙ্গত, ১০ বছর আগে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসীদের হামলার পর গত এক দশকে পাকিস্তান সফরে যায়নি বড় কোনো দল।