ভারতের পাঞ্জাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠন খালিস্তান জিন্দাবাদ ফোর্সের চার জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ জঙ্গিবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্র। এর মধ্যে রয়েছে একাধিক একে ৪৭ রাইফেল, পিস্তল, স্যাটেলাইট ফোন এবং হ্যান্ড গ্রেনেড।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পাঞ্জাব ছাড়াও জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের ছক ছিল। পাঞ্জাবের রেজিস্ট্রেশন থাকা একটি মারুতি সুইফট গাড়ি আটক করে ৪ জনকে গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করা হয়।
যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা হলেন, বলবন্ত সিং, আকাশদীপ সিং, হরভাজন সিং এবং বলবীর সিং। এর মধ্যে আকাশদীপ ও বলবন্তের বিরুদ্ধে পাঞ্জাব ফৌজদারি মামলা রয়েছে।
এদিকে এই ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।
তিনি ভারতীয় বিমান বাহিনী এবং বিএসএফকে অনুরোধ করেছেন, সীমান্ত এলাকায় যাতে সীমান্তের ওপাড় থেকে ড্রোন উড়ে আসতে না পারে এবং কেউ অনুপ্রবেশের চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
জয়নিউজ/পিডি