জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীরের অফিস সহকারীর সঙ্গে আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনা তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
এতে আহমেদ কবীরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করে কমিটি তাদের প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দিয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মুশফিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।
এর আগে জেলা প্রশাসনের এক নারী কর্মকর্তার সঙ্গে ডিসির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সারা দেশে সমালোচনার ঝড় উঠলে প্রাথমিক তদন্তে তাৎক্ষণিকভাবে ডিসি আহমেদ কবীরকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এরপর গত ২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে তদন্ত দলের সদস্যরা জামালপুর ডিসি কার্যালয়ে পৌঁছে কাজ শুরু করেন।