হাওরে নৌকাডুবি : নিহতের সংখ্যা বেড়ে ৮

সুনামগঞ্জের দিরাইয়ে কালিয়াকুটা হাওরে নৌকাডুবির ঘটনায় আরও চারজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা।

- Advertisement -

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জন। এখনও দুইজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

- Advertisement -google news follower

সকালে উদ্ধার হওয়া চারজন হলেন- দিরাই উপজেলার রফিনগর ইউপির মাছিমপুর গ্রামের আরজ আলীর স্ত্রী রইতনু নেছা (৩৫), একই গ্রামের জাসদ মিয়ার মেয়ে শান্তা বেগম (৪), চরনাচর ইউপির পেরুয়া গ্রামের করিমা বেগম (৬২) ও নোয়ারচর গ্রামের আসাদ মিয়া (৬)।

এর আগে গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে রফিনগরের ইউনিয়নের মাছিমপুর থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নৌকায় করে চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামে যাচ্ছিল ২০-২৫ জন। পরে কালিয়াকুটা হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় ১২ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৮-১০ জন নিখোঁজ ছিল।

- Advertisement -islamibank

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM