স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চট্টগ্রামের পাঁচ গুণিজনকে সংবর্ধিত করেছে অনলাইন নিউজপোর্টাল জয়নিউজ।
পোর্টালটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিত গুণীরা হলেন- মুক্তিযুদ্ধে চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, শিক্ষায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, সাংবাদিকতায় কবি অরুণ দাশগুপ্ত, সমাজসেবায় মো. আবদুল করিম এবং ক্রীড়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান।