বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান বলেন, অনেক সময় দেখা যায় নগরে যে খেলার মাঠগুলো আছে, সেগুলোতে মাসব্যাপী মেলা হয়। দেখা যায় পরে তা আর খেলার যোগ্য থাকে না। এ ব্যাপারে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সুধী সমাবেশ ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, চট্টগ্রামে অনেক ভালো ভালো ক্রিকেটার ও ফুটবলার রয়েছে। নাছির ভাইকে ধন্যবাদ জানাই। তিনি আসার পর থেকে দেশের ক্রীড়াঙ্গণ অনেক এগিয়ে গেছে।
আকরাম বলেন, চট্টগ্রাম থেকে অতীতে অনেক ভালো ভালো খেলোয়াড় উঠে এসেছে। আশা করি সামনের দিনগুলোতে আরো অনেক ভালো খেলোয়াড় উঠে আসবেন।