ফেনীর পরশুরামের সীমান্তবর্তী এলাকায় ঘাসের বস্তায় পাওয়া গেল লাখ টাকা। এসময় আটক করা হয় রতন চন্দ্র সরকার নামে এক কৃষককে।
আটক রতন চন্দ্র সরকার পরশুরামের সতীশ চন্দ্র সরকারের ছেলে। তিনি কৃষিকাজ করেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ টাকা উদ্ধার করে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
জানা যায়, পরশুরাম বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. রফিকুল ইসলাম টহল দেওয়ার সময় বস্তাসহ এক ব্যক্তিকে দেখতে পান। রতন চন্দ্র সরকার নামের সেই ব্যক্তিকে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে ধরে বস্তা তল্লাশি করে ঘাসের ভেতর থেকে সাড়ে চার লাখ টাকা উদ্ধার করে।
বিজিবির হাবিলদার মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন চন্দ্র সরকার বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ফেনী শহরের এক ব্যক্তির হয়ে টাকাগুলো নিয়ে আসতেন। পরে ওই ব্যক্তি গাড়িযোগে পরশুরাম থেকে টাকাগুলো নিয়ে যেতেন। বিগত প্রায় ছয়মাস ধরে তিনি এ কাজ করছেন। তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম-পরিচয় গণমাধ্যমের সামনে তুলে ধরতে অপারগতা প্রকাশ করেন বিজিবি কর্মকর্তা।