প্রথম বারের মতো চট্টগ্রামের বিভাগীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পেলেন চট্টগ্রামের সন্তান ও সাবেক জাতীয় ক্রিকেটার আফতাব আহমেদ চৌধুরী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিভাগীয় ন্যাশনাল ক্রিকেট লীগ ২০১৯-২০ মৌসুমের অংশ নিতে আফতাব আহমেদের তত্ত্বাবধানে প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দল।
এদিকে বেশ কয়েক বছর ধরে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দল ভালো রেজাল্ট না করায় এ দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়। পরিবর্তনের ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় সাবেক জাতীয় ক্রিকেটার আফতাব আহমেদকে।
আফতাব ১৬ আন্তর্জাতিক টেস্ট, ৮৫ ওডিআই, ১১ টি-টুয়েন্টি ও ৬১ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।
এর আগে আফতাব ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে লিজেন্ড অব রুপগঞ্জকে ভালো ফলাফল এনে দিয়ে ছিলেন। ঢাকা প্রিমিয়ার লীগে তার টিমের ভালো ফলাফলের উপহারস্বরুপ চট্টগ্রামের বিভাগীয় ক্রিকেট দলের দায়িত্ব প্রদান করা হয়।
এ উপেলক্ষে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোরে বিভাগীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাতে চট্টগ্রাম ক্রিকের্টাস ক্লাবের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্টানে বিভাগীয় ক্রিকেট দলের প্রধান কোচ আফতাব আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার নাফিস ইকবাল, নাজিম উদ্দিন, বিভাগীয় টিম ম্যানেজার আবু সামা বিপ্লব, আবুল হাশেম রাজা, রেজাউল রাজীব, মিরাজ উদ্দিন, আদিল কবিরসহ চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড় ও চট্টগ্রাম ক্রিকের্টাস ক্লাবের সদস্যরা।