রাউজান সব ধর্মের অনুসারীদের শান্তির জনপদ: ফজলে করিম

রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, রাউজানকে সকল ধর্মের অনুসারীদের শান্তিতে বসবাস করার জন্য শান্তির জনপদে পরিণত করা হয়েছে। রাউজান এক সময়ে সন্ত্রাসের জনপদ হিসাবে পরিচিত ছিল। রাজনৈতিক ছত্রছায়ায় লালিত সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল।

- Advertisement -

রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

- Advertisement -google news follower

রোববার (২৯ সেপ্টেম্বর) সুলতানপুর জানালীহাটের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এ সাধারণ সভা।

সাংসদ ফজলে করিম আরও বলেন, আমি রাউজানের সংসদ সদস্য প্রার্থী হয়ে এলাকার মানুষকে ওয়াদা দিয়েছিলাম রাউজানকে সন্ত্রাসমুক্ত করব, অবহেলিত রাউজানের উন্নয়ন কাজ করব।

- Advertisement -islamibank

রাউজানে উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপশি রাসবিহারী ধাম মন্দির, ফকিরহাট কালিবাড়ি মন্দির, উত্তর গুজরা আদ্যাপিঠ মন্দির, দক্ষিণ রাউজানে গঙ্গা মন্দিরসহ কয়েকটি মন্দিরের ব্যাপক উন্নয়নকাজ করেছি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি চিকদাইর ইউনিয়নের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে।

উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন দে’র সঞ্চালনায় সভার উদ্বোধন করেন তপনানন্দগিরি মহারাজ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম, স্বপন দাশগুপ্ত, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, তরুণ আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্যানেল মেয়র বশির উদ্দিন খান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শ্যামল পালিত, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্যাহ, রাউজান রাসবিহারী ধাম পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুজিত দত্ত, রবীন্দ্র লাল চৌধুরী, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মিটু শীল, মেম্বার পল্টন দেব, উজ্জল দাশগুপ্ত, প্রণব চৌধুরী মিটু ও দিলীপ দে প্রমুখ।

সভা শেষে বস্ত্র বিতরণ করেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

জয়নিউজ/শফিউল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM