‘কন্যাশিশুর অগ্রযাএা দেশের জন্য নতুন মাএা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙায় জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে।
সোমবার ( ৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাটিরাঙা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় এিপুরা।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, এক সময় নারীরা অনেক পিছিয়ে ছিল, বর্তমান সরকার নারীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকার নারীদের জন্য আলাদা কোটা চালু করেছেন, নারীরা রাষ্ট্রের সকল কাজে অংশগ্রহণ নিশ্চিত করছে। বর্তমানে নারীদের প্রতি বৈষম্য বন্ধ করা, তাদের অধিকার নিশ্চিত করা, যৌন নির্যাতন বন্ধ করাসহ নানাধরনের নির্যাতন প্রতিরোধে সরকার যথেষ্ট আন্তরিক হয়ে কাজ করছে।