খাতুনগঞ্জের পাইকারি বাজারে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর দাম কমেছে পেঁয়াজের। এতে করে প্রতি কেজি পেঁয়াজে ১৫-৩০ টাকা দাম কমেছে।
মঙ্গলবার (১ অক্টোবর) চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন জয়নিউজকে এই তথ্য জানান।
আরও পড়ুন: পেঁয়াজের দাম আকাশছোঁয়া
মো. মহিউদ্দীন বলেন, আজ সকালে অভিযানের পর প্রতি কেজি পেঁয়াজে ১৫-৩০ টাকা দাম কমেছে। মিয়ানমারের পেঁয়াজ প্রতি কেজি ৬০ টাকা এবং ভারতের পেঁয়াজ প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকা করে বিক্রি হচ্ছে। মিশর ও চীনের পেঁয়াজ বাজারে আসলে দাম আরো কমবে।
আরও পড়ুন: বন্দরে এসেছে ৩৬৪ টন পেঁয়াজ
তিনি বলেন, পেঁয়াজ চীন ও মিশর এবং মিয়ানমার থেকে আমদানি করা হচ্ছে। আশা করি, এভাবে পেঁয়াজ আমদানি করা হলে বাজারে পেঁয়াজের দাম আরো কমবে।
উল্লেখ্য, মঙ্গলবার বেলা ১১টায় খাতুনগঞ্জে পেঁয়াজের পাইকারি বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম এবং মো. আশরাফুল আলম।