আজ মহাষষ্ঠী। শারদোৎসবে পূজা মণ্ডপগুলোতে এখন ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত। প্রতিটি মণ্ডপে নেমেছে ভক্তদের ঢল। দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করবেন ভক্তরা।
শুক্রবার (৪ আক্টোবর) মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হলো পাঁচ দিনব্যাপী দুর্গোপূজার মূল আনুষ্ঠানিকতার। এ উৎসবকে ঘিরে নগরের চারিদিকে সাজসাজ রব।
চট্টেশ্বরী কালিবাড়ি সেবায়েত দেবু প্রসাদ চক্রবর্ত্তী জয়নিউজকে বলেন, আজ মহাষষ্ঠী। মহাষষ্ঠীতে দশভূজা দেবীদুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে পূজার মূল আনুষ্ঠানিকতা।
তিনি আরো বলেন, দেবীর ঘোটকে আগমন মানে সব কিছু ছত্রভঙ্গ হয়ে যাওয়া। এর মানে দেবী আমাদের একসতর্কবার্তা দিয়েই আসছেন। সুখ-দুঃখকে পাশাপাশি রেখে আমরা পথ চলব। পূজায় আমরা দেশ ও জাতির কল্যাণের জন্য আমরা দেবীর কাছে প্রার্থনা করবো।
ষষ্ঠীপূজা উপলক্ষে নগরের মন্ডপগুলোতে সন্ধ্যায় পূজামণ্ডপে ভক্তিমূলক গান, রামায়ণ পালা, আরতিসহ নানাঅনুষ্ঠান হবে। শারদীয়
এদিকে দুর্গোৎসব উপলক্ষে নগরের কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পূজামণ্ডপগুলোতে পুলিশ, র্যাব, আনসার সদস্যদের পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন।
জয়নিউজ/পিডি