শামি-জাদেজার বোলিং তোপে বিশাল জয় ভারতের

টেস্টের শেষদিনে জিততে দক্ষিণ আফ্রিকাকে করতে হতো ৩৮৪ রান, আর ভারতের লাগতো ৯ উইকেট। তবে জাদেজার ঘূর্ণি, আর শামির আগুন ঝরানো বোলিংয়ে পঞ্চম দিনের দেড় সেশনেই অলআউট হয় ফাফ ডু প্লেসিসের দল। মোহাম্মদ শামি-জাদেজার ৯ উইকেটে ২০৩ রানে বিশাল ব্যবধানে প্রথম টেস্ট জিতে নেয় ভারত

- Advertisement -

এর আগে পঞ্চম দিনের শুরুতেই একশ’র আগেও অলআউট হয়ে যেতে পারতো দক্ষিণ আফ্রিকা যদি না ৯ম উইকেটে সেনুরান মুতুসামি ও ড্যান পিয়েট ৯১ রান যোগ করতেন। ১০ নম্বরে নামা ড্যান পিয়েট দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ (৪৯*) রান আসে ৭ নম্বরে নামা সেনুরান মুতুসামির ব্যাট থেকে।

- Advertisement -google news follower

পেসার মোহাম্মদ শামি নেন ৫ উইকেট, যার মধ্যে ৪টিই বোল্ড। রবীন্দ্র জাদেজা নেন ৪ উইকেট। বাকি থাকা উইকেট যায় রবিচন্দ্রন অশ্বিনের দখলে, যা কিনা অশ্বিনের টেস্ট ক্রিকেটের ৩৫০ তম উইকেট।

এ টেস্টে প্রথম ওপেনার হিসাবে টেস্ট অভিষেকে জোড়া সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা (১৭৬ ও ১২৭)। ফলস্বরুপ পেয়েছেন ম্যাচসেরার পুরস্কারও।

- Advertisement -islamibank

এই জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ভিরাট কোহলির দল। পুনেতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১০ অক্টোবর।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM