বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ তৃতীয় ও শেষ জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১০টায় কুষ্টিয়ার কুমারখালির কয়া ইউনিয়নের রায়ডাঙ্গায় তার শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আরও পড়ুন: আবরার হত্যা: ফুটেজে যা দেখা গেল
এর আগে সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়ার পিটিআই রোডের আল-হেরা জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজায় কুষ্টিয়া উপজেলা চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এছাড়া সোমবার (৭ অক্টোবর) রাত ৯টা ৫৫ মিনিটে বুয়েট সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয় আবরারের প্রথম নামাজে জানাজা।
আরও পড়ুন: আবরার হত্যায় জড়িতরা ছাত্রলীগের পোস্টেড নেতা: বুয়েট ছাত্রলীগ সভাপতি
উল্লেখ্য, রোববার (৬ অক্টোবর) রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় ফাহাদকে উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।