কক্সবাজারের পেকুয়া বাজারে অভিযান চালিয়ে প্রায় ২শ’ কেজি ঝাটকা জব্দ করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে পেকুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির আহমদ এসব ঝাটকা জব্দ করে।
সকাল সাড়ে ১১টায় নির্বাহী অফিসার সাঈকা শাহাদত তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থ জরিমানা আদায় করে। পরে জব্দকৃত ইলিশ পেকুয়ার বিভিন্ন এতিমখানায় বিতরণ করার নির্দেশ দেন তিনি।
পেকুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির আহমদ জয়নিউজকে বলেন, সারাদেশে ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত (২২দিন) সাগরে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। সকালে পেকুয়া বাজারে অভিযান চালিয়ে মাছ ব্যবসায়ী মুহাম্মদ আলী হোসেনের ২শ কেজি ঝাটকা জব্দ করা হয়েছে।
পেকুয়া নির্বাহী কর্মকর্তা সাঈকা শাহাদত জয়নিউজকে বলেন, ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে আলী হোসেন নামের এক মাছ ব্যবসায়ীকে পাঁচহাজার টাকা জরিমানা করেছি। জব্দকৃত প্রায় ২শ কেজি ঝাটকা এতিমখানায় বিতরণ করে দিয়েছি। অভিযান অব্যহত থাকবে।