রাঙ্গুনিয়ায় ১২ কেজি ইলিশ জব্দ

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান বাজারে এই অভিযান চালানো হয়।

- Advertisement -

অভিযানে নেতৃত্ব দেন আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। এসময় সহযোগিতা করেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী ওবাইদুল হক।

- Advertisement -google news follower

ইউএনও মো. মাসুদুর রহমান জয়নিউজকে বলেন, চন্দ্রঘোনা লিচুবাগানে ইলিশ মাছ বিক্রির খবরে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ চন্দ্রঘোনা তৈয়্যবিয়া সুন্নীয়া মাদরাসার এতিমখানায় দিয়ে দেওয়া হয়।

আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, বিক্রি ও মজুদ করা বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে, জানান তিনি।

- Advertisement -islamibank

উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জয়নিউজকে বলেন, এখন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। তাই ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, বিক্রি করা কিংবা মজুদ করা দণ্ডনীয় অপরাধ। সরকারিভাবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

জয়নিউজ/মাসুদ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM