ছবিটি দেখে মনে হবে কোনো প্রত্যন্ত গ্রামে ক্ষেত থেকে ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষকরা। তবে আশ্চর্যজনক হলেও সত্য, এটি কোনো গ্রামের দৃশ্য নয়।
নগরের হালিশহর আনন্দবাজার এলাকার বিস্তীর্ণ জমিতে স্থানীয় কৃষকরা বোরো ধানের বাম্পার ফলন ঘটিয়েছেন। তবে বাম্পার ফলনেও তাদের মনে শান্তি নেই। কারণ ধানের ন্যায্য মূল্য যে পাচ্ছেন না!
কৃষকদের মতে, ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে এখানে ধানচাষ আরো বাড়বে।
সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় ছবিগুলো ক্যামেরাবন্দি করেন বাচ্চু বড়ুয়া