রামুতে হালনাগাদ ভোটার তালিকার চূড়ান্ত কার্যক্রমের ছবি তুলতে আসা এক রোহিঙ্গাসহ দুই জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়।
আটক দুইজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা।
জানা যায়, দণ্ডাদেশপ্রাপ্ত মনজুর আলম (২৩) রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বড় জাংছড়ি মুড়ারকাচা এলাকার হাফেজ আহমদের ছেলের পরিচয়ে এবং হাফেজ আহমদ (৫৭) একই এলাকার মৃত ঠান্ডা মিয়ার ছেলে পরিচয়ে ছবি তুলতে আসেন।
এসময় তথ্য গোপন করার অভিযোগে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদে তাদের আটক করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান জয়নিউজকে জানান, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদে চলমান হালনাগাদ ভোটার তালিকার জন্য ছবি তুলতে আসলে, মনজুর আলম রোহিঙ্গা নাগরিক বলে সনাক্ত হয় এবং তথ্য গোপন করে ছবি তুলতে আসেন হাফেজ আহমদ নামে অপর ব্যক্তি।
তাদের দু’জনকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ২০ দিনের বিনাশ্রমে কারাদণ্ড দিয়েছেন রামু উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা। দণ্ডাদেশ প্রাপ্তদের রামু থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।