রামুতে জাতীয় পরিচয়পত্র তৈরি করার জন্য জাল জন্ম সনদ নিয়ে আসায় রাহমাতুল আমিন (১৮)‘ নামে এক জনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও প্রণয় চাকমা এ অর্থদণ্ডের আদেশ দেন।
রাহমাতুল আমিন রামু উপজেলার পূর্ব ধেচুয়াপালং রাবেত এলাকার হোছেন আহমদের ছেলে।
জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে রামুর খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তোলার কাজ চলছিল। এসময় রাহমাতুল তার জন্ম সনদের কপি নিয়ে ছবি তুলতে আসে। কিন্তু জন্ম সনদ জাল বলে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত রাহমাতুলকে এ অর্থদণ্ডের আদেশ দেন।
জয়নিউজ/খালেদ/পিডি