দুর্নীতিবিরোধী অভিযানে সবার সহযোগিতা চাই: দুদক কমিশনার

বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে শেখ হাসিনার দুর্নীতিবিরোধী চলমান অভিযানে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা সকলে মিলে একটি দুর্নীতিমুক্ত দেশ, সমাজ ও রাষ্ট্র গঠন করতে পারব।

- Advertisement -

তিনি আরো বলেন, ‘দুদক নিজেদের কর্মকর্তাদের দেশ-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে অনেকক্ষেত্রেই এখন সক্ষমতা অর্জন করেছে। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় চেষ্টা চালিয়ে যাচ্ছে দুদক, তবে এ চেষ্টা তখনি সফল হবে যখন জনগণ বলবে সব কিছু ঠিকঠাকভাবে চলছে, কোথাও দুর্নীতি হচ্ছেনা।’

- Advertisement -google news follower

দুদক আয়োজিত সরকারি দপ্তরের সেবা পেতে হয়রানি বা দুর্নীতির অভিযোগ সংক্রান্ত গণশুনানির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বুধবার (১৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ গণশুনানির উদ্বোধন করা হয়।

- Advertisement -islamibank

এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মোখলেছুর রাহমান।

বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল ও পুলিশ সুপার ড. এএইচ কামরুজ্জামান।

পরে জেলা প্রশাসকের সঞ্চালনায় গণশুনানীতে অংশ নেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সমস্যার সমাধান করার নির্দেশনা দেন দুদক কমিশনার।

জয়নিউজ/আতোয়ার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM