সীতাকুণ্ডে মিনিবাস উল্টে আহত ৬

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে মিনিবাস। তবে এ ঘটনায় রক্ষা পেয়েছেন ২০ বাস যাত্রী। এতে আহত হয়েছেন ৬ জন।

- Advertisement -

বুধবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সলিমপুরের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

এদিকে বাস উল্টে যাওয়ার কারণে মহাসড়কের চট্টগ্রামমুখি লেনটিতে একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বাসটি উদ্ধার করার পর উভয় রোড়ে যান চলাচল শুরু হয় বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সীতাকুণ্ড-অলংকার রোডে চলাচলকারী ৮নং যাত্রীবাহী মিনিবাসটি ফকিরহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইলেনের সঙ্গে ধাক্কা দিয়ে উল্টে যায়।

- Advertisement -islamibank

এ সময় মিনিবাসে থাকা যাত্রীদের মধ্যে ৬ জন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মো. কাউসার জয়নিউজকে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিবাস উল্টে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। গাড়িটি আটক করে থানায় আনা হয়েছে।

জয়নিউজ/সেকান্দার/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM