রামুতে পাহাড় কাটার অভিযোগে যুবকের কারাদণ্ড

রামুতে পাহাড় কাটার অভিযোগে মোতাহের হোসেন নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় মাটিভর্তি পিকআপ ও একটি মুঠোফোন জব্দ করা হয়।

- Advertisement -

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব মোড়াপাড়া এলাকায় এ কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা।

- Advertisement -google news follower

ইউএনও প্রণয় চাকমা বলেন, পাহাড় কাটার সময় হাতেনাতে মোতাহের নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাহাড় কাটাসহ অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মোতাহের হোসেন রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নাদের পাড়ার রওশন আলীর ছেলে।

জয়নিউজ/খালেদ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM