‘‘আমি নিজেকে নিয়ে কথা বলতে ভালোবাসি না। বরং ভালো লাগে দলগত সাফল্যের প্রসঙ্গ।’’
স্পেনের গণমাধ্যমে এমনই মন্তব্য করেছেন কিংবদন্তী আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি।
তিনি বলেন, আমি চাই দরকার হলে আমার কথা অন্যরা বলুন। ভাল করেই জানি আমি কী পারি। মাঠে কী কী করেছি তাও মাথায় থাকে। কিন্তু সবকিছুই আমি নিজের মধ্যে রাখি।
মেসির বয়স ৩২। বলা হচ্ছে, তাঁর ফুটবল জীবন এখন চূড়ান্ত পর্যায়ে। মেসি নিজেও স্বীকার করেছেন, এখন তাঁকে অন্য রকম পরিকল্পনা নিয়ে খেলতে হচ্ছে। নিজের শরীরের প্রতি তিনি আগের থেকে অনেক বেশি যত্নশীল হয়েছেন।
মেসি বলেন, মানসিকভাবে কোনো সমস্যা নেই। কিন্তু নিজের বয়স পঁচিশ বছর ভেবে আগের মতো ফুটবল খেলা আর সম্ভব নয়। এখন সবকিছু করতে হয় শারীরিক ক্ষমতা অনুযায়ী। ফুটবলটাও খেলতে হচ্ছে আগের থেকে অনেক বেশি সাবধানতা নিয়ে। যেকোনো ম্যাচের জন্য প্রস্তুতির ধরনটাও তাই বদলে ফেলতে হয়েছে।
রোনাল্ডোর বিভিন্ন দেশের লিগে খেলা প্রসঙ্গে মেসি বলেন, সব মানুষের লক্ষ্য এক হয় না। আমার কখনোই মনে হয় না, বিশ্বের সেরা ক্লাব বার্সেলোনা ছেড়ে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন আছে।
জয়নিউজ