বিনা খরচে জার্মান ডাক্তারের সেবা পাবেন ভাটিয়ারি ও ছলিমপুরে উপকূলের দরিদ্ররা।
ভাটিয়ারির ইমামনগর গ্রামে জার্মান ডাক্তার এসোসিয়েশনের আর্থিক সহায়তায় চালু হয়েছে (মেডিকল সেন্টার ফারদা মার্জিনালাইজড পুয়ারেস এফ দ্যা পুয়ার) এমসিপিপি স্বাস্থ্যসেবা কেন্দ্র। সেবা কেন্দ্রটি পরিচালনা করবেন এনজিও কারিতাস।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সেবা কেন্দ্রটি উদ্বোধন করেন ভাটিয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন।
সপ্তাহের প্রতি মঙ্গলবার জার্মানের বিশেষজ্ঞ ডাক্তাররা এ কেন্দ্রে বিনা খরচে স্বাস্থ্যসেবা দিবেন। এছাড়া স্থানীয় দরিদ্র মানুষদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ডাটাবেজ তৈরি করবেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
এমসিপিপি প্রজেক্ট সমন্বয়কারী ব্রায়েন এনটনির সভাপতিত্বে ও ইউসুফ আলী লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. নুর উদ্দিন রাসেদ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি ড. কামাল উদ্দিন আল আজহারি, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, ইউপি মেম্বার কামাল উদ্দিন, আলমগীর হোসেন মাসুম, মাঈনউদ্দিন, হাফেজ মোহাম্মদ ওসমান, জার্মান ডাক্তার ডা. এলিজাবেদ লিজা স্যুস, ডা. বারবারা, ফাদার গর্ডন ডায়াস বেপলিন, কারিতাসের প্রোগ্রাম অফিসার এমদাদুল ইসলাম, কাজী জামে সমজিদের সভাপতি কাজী আবুল বশর, সেক্রেটারি কফিল উদ্দিন, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, সাংবাদিক এসএম ইকবাল হোসাইন, মোহাম্মদ আলমগীর, মির্জানগর জেলে সর্দার বাদল জলদাস ও ফৌজদারহাট জেলেপাড়ার সর্দার পরিমাল জলদাস।