বোয়ালখালীতে ২ বালু ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

বোয়ালখালীতে অবৈধ বালুর মহাল করার দায়ে দুই বালু ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার জ্যৈষ্ঠপুরা ভারাম্বার ঘাট এলাকায় অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন।

- Advertisement -google news follower

এসময় নদী থেকে উত্তোলনকৃত বালু বিক্রির উদ্দেশে স্তুপ করে রাখার অপরাধে বালু ব্যবসায়ী মো. শওকত হোসেনকে ৫০ হাজার টাকা ও স্থানীয় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য সায়েরা বেগমের স্বামী আবু সৈয়দকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন জানান, অবৈধভাবে বালু উত্তোলনসহ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় জরিমানা করা হয়েছে।

জয়নিউজ/মাসুদ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM