মানুষ প্রতিনিয়ত উজাড় করছে বনজঙ্গল। এতে করে নষ্ট হচ্ছে জীববৈচিত্রের আবাসস্থল ও রসদ। ফলে বনজঙ্গলের প্রাণীরা খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসে প্রায়ই। এমনি একটি অজগর সাপ ধরা পড়ল স্থানীয় কয়েকজন যুবকের হাতে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে চট্টগ্রামের হাটহাজারীর উত্তর ফতেয়াবাদ এলাকার কালি মন্দিরের পাশের বিলে কয়েকজন যুবক মাছ ধরতে যায়। এ সময় সাপটি আরিফ নামে এক যুবকের পায়ে আটকে যায়। এরপর জাহেদুল ইসলাম নামে অপর যুবক অজগর সাপটি ধরে বিল থেকে ডাঙ্গায় নিয়ে আসে। এ সময় স্থানীয় যুবকরা অজগরটি সাপটিকে পিটিয়ে মারাতে উদ্যত হলেও পরে ১১ মাইলস্থ ফরেস্ট বিটের স্টেশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
জানা গেছে, অজগর সাপটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট, ওজন হবে ১২-১৫ কেজির মতো। ঘটনার সত্যতা স্বীকার করে হাটহাজারী ১১মাইল ফরেস্ট বিটের স্টেশন অফিসার সুমেন বড়ুয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অজগর সাপটি হাটহাজারী ফরেস্ট বিট স্টেশনের পশ্চিমে গহীন বনে উন্মুক্ত করা হয়েছে।
জয়নিউজ/তালেব/পিডি