ঋতুবৈচিত্র্যের দেশ বাংলাদেশ। ষড়ঋতুর এ দেশে শীতের আমেজটাই আলাদা। বাংলা বর্ষপঞ্জিতে কার্তিকের পর অগ্রহায়ণ পেরিয়েই আসে শীত। পৌষ-মাঘ শীতকাল হলেও এবার মধ্য-কার্তিকেই সাতসকালে অনুভূত হচ্ছে শীত।
সকালে সাদা কুয়াশার ভেলা, ধানের শীষে শিশিরের খেলা- সবকিছুই যেন জানান দিচ্ছে আসছে শীত।
শিশিরভেজা ধানগাছের ছবিগুলো ২৬ অক্টোবর সকালে নগরের হালিশহর থেকে তুলেছেন বাচ্চু বড়ুয়া।