বেলুনে গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৫

বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশু মারা গেছে। এই ঘটনায় আরো সাত শিশুসহ ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর।

- Advertisement -

নিহতরা হলেন- রমজান (৮), নূপুর (৭), শাহীন (৯), ফারজানা (৬) এবং অজ্ঞাত (৭)।

- Advertisement -google news follower

আহতরা হলেন- মিম (৮), সিয়াম (১১), মোস্তাকিন (৮), আজুফা (৭), তানিয়া (৭), জামিলা (৮), সোহেলা (২৫), জুয়েলা (২৯), জান্নাত (২৫) নেহা (৮), অর্নব (১০) , জনি (৯), মোরসালিন (১০) ও অজ্ঞাতসহ (৫) ১৪ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

- Advertisement -islamibank

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. রাসেল বলেন, রূপনগরের ১১ নম্বর সড়কে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এটি বাসা-বাড়িতে ব্যবহারের সিলিন্ডার নয়। বেলুন ফোলানোর জন্য যে গ্যাস ব্যবহার করা হয়, সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।

ঢামেক আবাসিক ডাঃ আলাউদ্দিন বলেন, আহতদের মধ্যে ৪-৫ জনের অবস্থা বেশ গুরুতর। আহতদের প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM