বোয়ালখালীর হাজারীরচর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহারে রোববার (৩ নভেম্বর) পাল্টাপাল্টি আহুত আয়োজন নিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে সংঘাতের আশঙ্কা করছেন এলাকাবাসী।
জানা গেছে, হাজারীরচর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধের জেরে ২০১৭ সালের ১৭ নভেম্বর মারামারির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছিলেন। এ বিরোধ নিরসনে দীর্ঘদিনের প্রচেষ্টায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে উভয়পক্ষের মধ্যে আপোষ মীমাংসা হয় চলতি বছরের ১২ সেপ্টেম্বর।
আপোষকারী একাংশ একতরফাভাবে আগামী ৩ নভেম্বর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসবের আয়োজন করায় উত্তেজনা দেখা দিয়েছে।
এ ব্যাপারে ৩০ অক্টোবর প্রতিকার ও আপোষ বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দুইশত গ্রামবাসী স্বাক্ষরিত লিখিত দরখাস্ত দেন।
অপর অংশও একই বিহারে একইসময়ে প্রয়াত ধর্মশ্রী মহাথেরর ১০ম মৃত্যুবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে কর্মসূচি পালনের আয়োজন করেছে। ফলে আবারো সংঘাতের আশঙ্কা করছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, এ বৌদ্ধপল্লীতে ১২০টির মতো বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবার রয়েছে। তাদের নিয়েই হাজারীরচর বৌদ্ধ বিহার পরিচালিত হয়ে আসছে। তবে বিহার পরিচালনা কমিটি নিয়ে কয়েকজন ব্যক্তির ইন্ধনে দ্বিধা-বিভক্ত হয়ে মারামারি সংঘাতে লিপ্ত হয়ে পড়ে গ্রামবাসী। উপজেলা প্রশাসন ও প্রাজ্ঞ ভিক্ষুদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হলেও একটি পক্ষ ৩ নভেম্বর একতরফা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিরোধকে উস্কে দিয়েছেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন জয়নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ নিরসন করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় তারা একে অপরে মিলেমিশে চলার অঙ্গীকার করেও তা বাস্তবায়ন করছেন না। এ নিয়ে কোনো ধরণের বিশৃঙ্খলার সৃষ্টি করা হলে প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে।