নিজস্বার্থে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন না করার আহ্বান এমপি লতিফের

সাংসদ এমএ লতিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত পরিশ্রম করে দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। নেত্রীর এ অর্জন ধরে রাখতে নেতা-কর্মীদের নিজের স্বার্থে দল ও দেশের ভাবমূর্তি নষ্ট করা যাবে না।

- Advertisement -

রোববার (৩ নভেম্বর) সকালে ৩নং জেটি গেট দলীয় কার্যালয়ে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে সভায় এমএ লতিফ আরো বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের পর বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ পুনর্গঠনের প্রাক্কালে স্বাধীন দেশকে মেধাহীন করতে স্বাধীনতা বিরোধীরা জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এ দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করে।

তিনি কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে জাতীয় চার নেতার হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার অভিমত ব্যক্ত করেন।

- Advertisement -islamibank

দোয়া মাহফিলে এমএ লতিফ এমপি জাতীয় চার নেতাসহ জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন মুরাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য দেবাশীষ পাল দেবু, বন্দর সিবিএর ভারপ্রাপ্ত সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহসম্পাদক মেজবাহ উদ্দিন মোর্শেদ, স্বাধীনতা নারী শক্তি’ সংগঠনের পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রবীণ আওয়ামী লীগের নেতা ফরিদ আহম্মদ কন্ট্রাক্টর, এজাহার মিয়া, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল আজিজ মোল্লা, ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জানে আলম, মো. নাসির, যুগ্ম সম্পাদক সৈয়দ মো. হোসেন, ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেলিম রেজা, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি সদস্য শেখ নওশেদ সরোয়ার পিল্টু, ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জাহিদুল আলম মিন্টু, ইউনিট সভাপতি আব্দুস শুক্কুর, ইমতিয়াজ মেম্বার, ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, লবণ শ্রমিকলীগ সভাপতি আব্দুল মতিন মাস্টার, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক-কর্মচারী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইমাম হোসেন, ৩৬নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নাসির ও মোক্তার আহম্মদ, ৩৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাকির মিয়া, ২৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবছার উদ্দিন, ৩৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, ব্যারিস্টার কলেজ ছাত্র সংসদের ভিপি জাহিদ হোসেন খোকন, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, নগর ছাত্রলীগের সহসম্পাদক মো. আরিফ, আওয়ামী লীগ নেতা নেছার মিয়া আজিজ, জাহেদ আলী, নগর যুবলীগের সদস্য মো. আক্তার, কমিউনিটি পুলিশ ডবলমুরিং থানার সহসভাপতি আব্দুল খালেক এমরান, যুবলীগের নেতা হাসান উদ্দিন সোহেল, নুরউদ্দিন মারুফ, ও ‘স্বাধীনতা নারী শক্তি’ সংগঠনের সহকারী পরিচালক জাহেদা আক্তার।

জয়নিউজ/আরডি/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM