পৃথিবীর একমাত্র উড্ডয়ন ক্ষমতাসম্পন্ন স্তন্যপায়ী ২০ প্রজাতির বাদুড়ের মধ্যে একটি প্রজাতি হলো কলাবাদুড়।
আগে শহরে বিভিন্ন এলাকায় হরহামেশা কলাবাদুড়ের দেখা মিলত। তবে অপরিকল্পিত নগরায়নে গাছপালা ধ্বংস হওয়ায় এখন কলাবাদুড় দেখা যায় না বললেই চলে। নিশাচর এ প্রাণীর আবাসস্থল যদি সংরক্ষণ করা না হয় তাহলে অচিরেই এ প্রজাতি হারিয়ে যাবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।
কলাবাদুরের ছবি দুটি নগরের হালিশহর জেলেপাড়া থেকে তোলা।
জয়নিউজ/পিডি