বিলাইছড়িতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা ও বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যন রবিন তঞ্চঙ্গ্যা ও উৎপলা চাকমা।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা মো. হারুন। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম।
বক্তারা নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, শিশু ও নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ, গুজব, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন।