ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামাসহ সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার ই জামান।
শনিবার (৯ নভেম্বর) জয়নিউজকে এ তথ্য নিশ্চিত করেন তিনি। শনিবার বিকেল ৪ টা থেকে রোববার ( ১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় উড়োজাহাজ ওঠানামাসহ বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রামের জন্য ৯ সং বিপদ সংকেত জারির পরপরই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বিমানবন্দরের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়াও সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বিমানবন্দরের রানওয়ে ও খোলা জায়গায় থাকা যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়েছে।
বাইরে থেকে ছেড়ে আসা উড়োজাহাজগুলোতে বিকল্প ব্যবস্থা হিসেবে উড়োজাহাজগুলোকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে রুট পরিবর্তন করে দেওয়া হবে বলেও তিনি জানান।
জয়নিউজ/কাউছার/বিআর