লোহাগাড়ার পদুয়া রেঞ্জের ডলু বিটের চাকমার জুম এলাকায় আটকে পড়া সেই হাতিটি উদ্ধার করেন স্থানীয় বন বিভাগসহ পুলিশ। বর্তমানে উদ্ধারকৃত হাতিটি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে বলে জানা গেছে।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে এ হাতিটিকে উদ্ধার করা হয়।
পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সরোয়ার জাহান জয়নিউজকে বলেন, আমরা হাতিটি উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করছি। চিকিৎসার ব্যবস্থাও নিয়েছি। একইভাবে চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তাকেও বিষয়টি জানানো হয়েছে।
চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মঞ্জু আলম জয়নিউজকে বলেন, চাকমার জুমে কাঁদা মাটিতে আটকে পড়া হাতিটিকে মোটা দড়ি দিয়ে আমরা ইতোমধ্যে শুকনো জায়গায় সরিয়ে এনেছি। হাতিটির বাম পায়ে মোটা ক্ষত থাকায় সেটি দাঁড়াতে পারছেনা। পাশাপাশি হাতিটি একটি মা হাতি। ধারণা করা হচ্ছে অতি সম্প্রতি সেটি বাচ্চা প্রসব করেছে। বর্তমানে চকরিয়া সাফারি পার্কের পশু চিকিৎসকের মাধ্যমে তার চিকিৎসাসেবা চলছে।
এব্যাপারে চকরিয়া সাফারি পার্কের চিকিৎসক মোস্তাফিজুর রহমান জয়নিউজকে বলেন, হাতিটি খুব দুর্বল এবং পায়ে ক্ষত থাকায় সেটি মোটেও দাঁড়াতে পারছেনা। তবে দুপুরে কলাগাছ, ধানগাছ ও পেঁপে খেয়েছে। তবে বাঁচার সম্ভাবনা ক্ষীণ।
চুনতি অভয়ারণ্যের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইসমাইল মানিক জয়নিউজকে বলেন, বনাঞ্চল ধ্বংসের কারণে খাদ্যের অভাবে হাতিগুলো লোকালয়ে এসে এভাবে মারা যাচ্ছে। চুনতি অভয়ারণ্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া খুবই জরুরি বলে মনে করেন তিনি।