নগরের যে প্রান্তে যান টোকাইদের দেখা মিলবেই। যেন শহরের চাকচিক্যের পাদদেশে শোষণ-বঞ্চনার নিষ্পেষিত এক জীবন। এদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। প্রতিদিন চলতে চলতে যেখানেই রাত সেখানেই তাদের ঠিকানা। এভাবেই তাদের বেড়ে উঠা, পথচলা। রাষ্ট্রের নাগরিক হলেও সবধরনের মৌলিক চাহিদা থেকে তারা বঞ্চিত। নগরের একে খান গেইট এলাকা থেকে ছবিগুলো তোলা