চট্টগ্রাম কাস্টমস হাউজে ঘুষ লেনদেন চলে প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে এমন অভিযোগ আছে দীর্ঘদিন ধরে। কেউ নিজের অপরাধ ঢাকতে স্বেচ্ছায় দেন আবার কাউকে হয়রানি করে দুর্নীতিবাজ কর্মকর্তারা আদায় করেন ঘুষ। হটলাইনে এমন অভিযোগ পেয়ে কাস্টম হাউজে অভিযান চালিয়েছে দুনীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার ( ১৯ নভেম্বর) সকালে দুদক এ অভিযান পরিচালনা করে।
নাম প্রকাশ না করার শর্তে কাস্টমের এক কর্মকর্তা জয়নিউজকে বলেন, উনারা (দুদক) মঙ্গলবার সকাল ১০টার দিকে কমিশনার মহোদয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সেনাবাহিনীর সঙ্গে স্যার মিটিং শেষ করে দুদকের সঙ্গে বৈঠক করেন। সকাল ১১টার পর দুদক টিম বৈঠক শেষ করেন।
সুনির্দিষ্টভাবে কাউকে আটক করা হয়েছে কি-না আমরা এখনো জানতে পানিনি।
তিনি আরও বলেন, হয়ত কারো ব্যাপারে দুদকের কাছে অভিযোগ ছিল, তাই কমিশনার স্যার থেকে এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য চেয়েছেন।
এ ব্যাপারে দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক লুৎফুর কবির চন্দনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।