চেম্বারের সঙ্গে ইউকে প্রতিনিধিদলের মতবিনিময়

বাংলাদেশে সফররত ইউকে ট্রেড ইনভেস্টমেন্ট এন্ড এডুকেশন মিশন ১৮ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রতিনিধি দলনেতা রাজা আলী, চেম্বার পরিচালক এসএম আবু তৈয়ব, সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলাপমেন্ট অথরিটির (বিডা) পরিচালক মো. ইয়াছিন, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর সিকান্দর খান, জাপানের অনারারী কনস্যুল জেনারেল মো. নুরুল ইসলাম, উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহসভাপতি আবিদা মোস্তফা, চিটাগাং ক্লাব লি.-এর সাবেক চেয়ারম্যান মিয়া আবদুর রহিম, জেএফ’র (বাংলাদেশ) সিইও এ কিউ আই চৌধুরী, শান শাইন কলেজের প্রিন্সিপাল গাজী সাফিয়া রহমান ও লিটল জুয়েলস স্কুল প্রিন্সিপাল দিলরুবা আহমেদ।

সভায় অন্যান্যের মধ্যে চেম্বার পরিচালক সৈয়দ জামাল আহমেদ, এ কে এম আক্তার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, বেনাজির চৌধুরী নিশান, সাকিফ আহমেদ সালাম, শাহজাদা মো. ফৌজুল আলেফ খান, দক্ষিণ আফ্রিকার অনারারী কনসাল মো. সোলায়মান আলম শেঠ, উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহসভাপতি ডা. মুনাল মাহবুব ও পরিচালক লুৎমিলা ফরিদ, প্রান্তিক গ্রুপের এমডি ইঞ্জি. গোলাম সরওয়ার, বিএসআরএমর লীড সিএসআর রুহী মুর্শিদ আহমেদ ও সাহাবুদ্দিন রাজ, উইলিয়াম কেরী একাডেমির ডাইরেক্টর পল বেটি প্রমুখ উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

সভায় তথ্যচিত্র উপস্থাপন করেন পোর্টসমাউথ সিটি কাউন্সিলের ইকনোমিক গ্রোথ ম্যানেজার মার্ক পেমব্লেটন ও সলেন্ট লোকাল এন্টারপ্রাইজ পার্টনারশীপের (এলইপি) জেমস ফোর্ড উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রতিনিধি দল বিটুবি মিটিংয়ে অংশগ্রহণ করেন এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পারমানেন্ট এক্সিবিশন হল পরিদর্শন করেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM