হঠাৎ কলকাতা টেস্টে মাশরাফি

কলকাতায় দিবারাত্রির টেস্টে আমন্ত্রণ পেয়েছেন ২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলা বাংলাদেশি ক্রিকেটাররা। তবে এ ম্যাচে থাকছেন মাশরাফি বিন মুর্তজাও।

- Advertisement -

শুক্রবার (২২ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনে মাশরাফি থাকবেন একজন সাংসদ হিসেবে। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে থাকবেন মাশরাফি।

- Advertisement -google news follower

দিবারাত্রির টেস্ট উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মাশরাফির সঙ্গে থাকছে তাঁর পরিবারও। বৃহস্পতিবার (২১ নভেম্বর) কলকাতা গিয়ে ফিরবেন ২৩ নভেম্বর।

অবশ্য এর আগে এই টেস্টে ধারাভাষ্য দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন ৩৬ টেস্টে ৭৮টি উইকেটের মালিক মাশরাফি। তবে সেই আমন্ত্রণ তিনি ফিরিয়ে দেন।

- Advertisement -islamibank

এদিকে বাংলাদেশ-ভারতের ইডেন টেস্ট নিয়ে পুরো ইডেন সেজেছে গোলাপি রঙে। টেস্টের প্রথম চার দিনের টিকিট বিক্রি এরই মধ্যে শেষ হয়েছে। মাঠে বসে খেলা দেখতে বাংলাদেশ থেকেও যাচ্ছেন প্রচুর দর্শক।

ইডেন গার্ডেনে আকর্ষণীয় আবহ ফুটিয়ে তুলতে চেষ্টার কমতি নেই আয়োজকদের। গোলাপি বলের টেস্ট সামনে রেখে রাতের কলকাতা যেন হয়ে উঠেছে গোলাপি শহর। এখন দেখার পালা সাদা পোশাকে কতটা রঙিন হয়ে খেলতে পারেন মুমিনুল হকরা।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM