একসঙ্গে লোকালয়ে ১৪ বন্য হাতি, আতঙ্কে এলাকাবাসী

লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের হিন্দুর হাট এলাকায় একদল বন্য হাতি লোকালয়ে নেমে এসেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) পাহাড়ি এলাকা থেকে হাতিগুলো লোকালয়ে আসে।

- Advertisement -

জানা যায়, এ দলে ৩টি বাচ্চাসহ ১৪টি হাতি রয়েছে। সকালে পাড়ার ধানক্ষেতে হাতি দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসীর মনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শী নুরুল ইসলাম জানান, ভোরে ঘুম থেকে উঠে ধানক্ষেতের দিকে গেলে হাতি দেখে আশপাশের লোকজনকে খবর দেই। পরবর্তীতে বনবিভাগ ও উপজেলা প্রশাসনসহ পুলিশ ঘটনাস্থলে আসেন।

এ ব্যাপারে চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মঞ্জু আলম জানান, পাশ্ববর্তী বান্দরবান এলাকা থেকে হাতিগুলো খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে। পাকা ধানের প্রতি হাতির যথেষ্ঠ আগ্রহ রয়েছে। তাছাড়া বনাঞ্চলে খাদ্যের অভাবতো রয়েছে।

- Advertisement -islamibank

পদুয়া রেঞ্জ কর্মকর্তা সারোয়ার জাহান জানান, হাতির পাল কিছু ধানের ক্ষতি করেছে। তবে পাশ্ববর্তী বাড়ি ঘর অথবা জান-মালের ক্ষতি করেনি।

লোহাগাড়া ইউএনও তৌছিফ আহমেদ বলেন, হাতিগুলো যেন কোনো ধরনের অঘটন ছাড়া বনাঞ্চলে ফিরে যেতে পারে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে বনবিভাগ ও পুলিশ প্রশাসন যৌথভাবে কাজ করছে।

জয়নিউজ/পুস্পেন/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM