নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের চট্টগ্রাম আঞ্চলিক প্রধানসহ ১৫ জন সদস্যের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এদের মধ্যে হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান আবুল মো. এরশাদুল আলমকে ৫ দিন ও বাকি ১৪ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ জয়নিউজকে বলেন, হিযবুত তাহরীরের ১৫ সদস্যের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করে। পরে ১৫ জনের মধ্যে আবুল মো. এরশাদুল আলমকে ৫ দিন ও বাকি ১৪ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নোমানের আদালত।
উল্লেখ্য, শুক্রবার (২২ নভেম্বর) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান আবুল মো. এরশাদুল আলম (৩৯), আব্দুল্লাহ আল মাহফুজ (৩০), মো. ইমতিয়াজ ইসমাইল (২৫), মো. নাছির উদ্দিন চৌধুরী (২২), মো. নাজমুল হুদা (২৭), মো. লোকমান গনি (২৯), মো. করিম (২৭), আব্দুল্লাহ আল মুনিম (২২), কামরুল হাসান প্রকাশ রানা (২০), মো. আরিফুল ইসলাম (২০), মো. আজিম উদ্দিন (৩১), ফারহান বিন ফরিদ প্রকাশ রাফি (২৩), মো. আজিমুল হুদা (২৪), ওয়ালিদ ইবনে নাজিম (১৫) ও মো. সম্রাট (২২)।