বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
শনিবার (২৩ নভেম্বর) বিকালে নগরের দোস্তবিল্ডং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই দাবি জানান।
জামিন পাওয়া বেগম খালেদা জিয়ার সাংবিধানিক অধিকার উল্লেখ করে আবু সুফিয়ান বলেন, এই সরকার সংবিধান বিচারালয় জনমত কোনো কিছুরই তোয়াক্কা করছে না। গণতন্ত্র ফিরিয়ে আনতে গ্রাম-ওয়ার্ড-ইউনিয়ন, জেলা-উপজেলায় সর্বাত্মক গণআন্দোলন গড়ে তোলার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলী আব্বাছ, সিনিয়র সদস্য অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, মো. ইদ্রিস মিয়া চেয়ারম্যান, অ্যাড. ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, এম এ রহিম, বদরুল খায়ের চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, অধ্যাপক শহিদুল ইসলাম বুলবুল, এম. মঞ্জুর উদ্দিন চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, মোজাম্মেল হক, মুজিবুর রহমান চেয়ারম্যান, সিরাজুল ইসলাম সওদাগর, অ্যাড. ফৌজুল আমিন, হুমায়ন কবির আনসার, লায়ন হেলাল উদ্দীন, হাজী রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জিয়া উদ্দিন আশফাক, জামাল হোসেন ও লোকমান হোসেন মানিক।
এছাড়াও এতে এস এম সলিম উদ্দিন চৌধুরী খোকন, চেয়ারম্যান আবুল কালাম আবু, ইব্রাহিম খলিল চেয়ারম্যান, অ্যাড. আবু তাহের, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি এস এম শাহজাহান, ছাত্রদল সভাপতি শহিদুল আলম শহিদ, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফৌজুল কবির ফজলু, ছাত্রদল সাধারণ সম্পাদক মো. মহসিন, মুক্তিযোদ্ধা আইয়ুব খান ও মহিলা দল নেত্রী আফরোজা বেগম জলি প্রমুখ উপস্থিত ছিলেন।