মাইজভাণ্ডারী ত্বরিকার প্রবর্তক গাউসুল আজম মাওলানা শাহসূফি সৈয়দ আহম্মদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক উরস শরীফ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট্রের ১০দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ত্রয়োদশ বারের মতো আয়োজন করছে শিশু-কিশোর সমাবেশ। মাইজভাণ্ডারী একাডেমির উদ্যোগে আয়োজিত শিশু-কিশোর সমাবেশ ২০২০ সালের ১৭ জানুয়ারি নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
কি কি প্রতিযোগিতা থাকছে
আগামী ১০ জানুয়ারি নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে ক্বিরাত, হামদ, নাত, মাইজভাণ্ডারী সংগীত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রচনা, চিত্রাংকন, বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।
বিভাগগুলো
প্রতিযোগীতাটি ৪টি বিভাগে অনুষ্ঠিত হবে। ক-বিভাগ- প্লে থেকে ২য় শ্রেণি, খ বিভাগ- ৩য় থেকে ৫তম শ্রেণি, গ বিভাগ- ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি, ঘ বিভাগ- ৯ম থেকে ১০ শ্রেণি।
যেখান থেকে ফরম নেওয়া ও জমা দেওয়া যাবে
গাউছিয়া হক মঞ্জিল-মাইজভাণ্ডার দরবার শরীফ, মাইজভাণ্ডারী একাডেমি কার্যালয়, ভিউ উদয়ন (১৩ তলা), বাস টার্মিনাল সংযোগ সড়ক, চান্দগাঁও, গাউছিয়া হক ভাণ্ডারী খানকা শরীয়-বিবিরহাট, পাঁচলাইশ, শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, বুকমার্ক-চেরাগী পাহাড় মোড়, বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি-চট্টগ্রাম। উক্ত প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে উল্লেখিত ঠিকানা থেকে ফরম সংগ্রহ করে আগামী ৪ জানুয়ারির মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রস্তুতি সভা
এ উপলক্ষে এক প্রস্তুতি সভা সোমবার (২৫ নভেম্বর) রাতে নগরের হামজারবাগ গাউছিয়া হক ভাণ্ডারী খানকা শরীফে এইচএম রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, মীর মো.তরিকুল আলম, শাহনেওয়াজ চৌধুরী, নাছির উদ্দিন, এম মাকসুদুর রহমান হাসনু, নুরুল করিম নুরু মো. আশরাফুজ্জামান আশরাফ, মইন উদ্দিন ইমন, মেজবাহ উদ্দিন, বিপ্লব পার্থ, মো.আশরাফ উদ্দিন সিদ্দিকী, শওকত হোসেন, ফজলুল হক ফজু, এইচআর মেহবুব জিকু, আরেফিন রিয়াদ, আহসান উল্লাহ চৌধুরী, মো. ওমর ফারুক, আবু সালেহ সুমন, ওসমান গণি, আরিফুল ইসলাম, আকতার মিয়া, আবুল কালাম আজাদ ও শরীফ উদ্দিন সিদ্দিকী।