নগরের বায়েজিদের মিদ্দাপাড়া এলাকায় এক তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিদ্দাপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার তরুণী বায়েজিদ থানা এলাকার একটি করাখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কারখানা ছুটি শেষে তরুণী তার সহকর্মীর সঙ্গে বাসায় ফিরছিলেন। হটাৎ রাস্তায় চার বখাটে যুবক তার সহকর্মীকে মারধর করে। পরে তরুণীকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় তারা। সেখানে চারজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে।
বায়েজিদ বোস্তামী জোনের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার জয়নিউজকে বলেন, তরুণীকে ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।