এমপির নাম ভাঙিয়ে শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। বিষয়টি জানতে পেরে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিযেছিলেন স্থানীয় সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। এক অনুষ্ঠানে শঙ্খ নদীর ভাঙন প্রতিরোধ বাঁধ ধ্বংসের পাঁয়তারাকারীদের কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি। তবে সাংসদের নির্দেশের পরও বালু উত্তোলনকারীদের টিকিও ছুঁতে পারেনি প্রশাসন। কোনো এক অদৃশ্য মন্ত্রবলে দিনরাত প্রকাশ্যেই চলছে এ বালু উত্তোলন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে দোহাজারী রেলস্টেশন এলাকা থেকে তোলা ছবি।
থেমে নেই শঙ্খের রক্তক্ষরণ
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।