কাপ্তাই বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ১২ ফুট দৈর্ঘ্য ১৬ কেজি ওজনের বিরল প্রজাতির একটি অজগর সাপ ধরা পড়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে ক্যাম্পাসে এই অজগরটি দেখতে পায় শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা সাপটিকে না মেরে স্থানীয় কাপ্তাই বন রেঞ্জ অফিসের লোকদের খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করে।
কাপ্তাই রেঞ্জের সদর বিট কর্মকর্তা মো. তানজিনুর রহমান জয়নিউজকে বলেন, সাপটিকে না মেরে বন বিভাগের লোকজনকে খবর দেওয়ায় শিক্ষার্থীরা বুদ্ধিমানের কাজ করেছে।
তিনি আরও বলেন, বনের মধ্যে এরা খাদ্য না পেয়ে লোকালয়ে এসে বাসা-বাড়িতে হাঁস, মুরগির খামারে হানা দিচ্ছে। ফলে লোকালয়ের মানুষের হাতে হরহামেশাই ধরা পড়ছে সাপগুলো।
পরে বনবিভাগ সাপটি উদ্ধার করে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করে।