বান্দরবানে জাতীয়ভাবে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বইমেলা। যৌথভাবে সপ্তাহব্যাপী এ মেলার আয়োজক জাতীয় গ্রন্থাগার ও জেলা প্রশাসন।
শনিবার (৩০ নভেম্বর) বিকাল পাঁচটায় জেলা প্রশাসন চত্বরে বইমেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াছ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অসীম কুমার দে, জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, জাতীয় গ্রন্থাগারের পরিচালক মিনার মনসুর, বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি খান মাহাবুব, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন প্রিন্স।
আয়োজকরা জানায়, সপ্তাহব্যাপী বইমেলায় ৪০টি স্টল স্থান পেয়েছে। এরমধ্যে ৩২টি জাতীয় প্রকাশনা সংস্থার এবং ৮টি সরকারি প্রতিষ্ঠানের। মেলা প্রতিদিন বিকাল থেকে রাত দশটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে বীর বাহাদুর বলেন, নিজের জন্যই সকলকে জ্ঞান অর্জন করা প্রয়োজন। শিক্ষার ক্ষেত্রে বই পড়ার কোনো বিকল্প নাই। জ্ঞানের আলোয় পৃথিবীকে আলোকিত করতে বই পড়তে হবে। বিশ্বকে জানতে হলে বই পড়তে হবে। বই হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। নিজের ভাণ্ডার সমৃদ্ধ করতে বইয়ের প্রতি মনোযোগী হতে হবে। জ্ঞান চর্চা বাড়াতে হবে। বিজ্ঞানের আবিস্কার বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের ফলে বইয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমেছে। প্রযুক্তির প্রতি আকৃষ্ট হচ্ছে শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের জানতে হবে, বিজ্ঞানিরাও বিভিন্ন ধরণের বই পড়ে নতুন নতুন প্রযুক্তি আবিস্কার করছে।