জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে: মেয়র নাছির

চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রকৌশল বিভাগের উপর নাগরিক সেবা বহুলাংশে নির্ভরশীল। শতভাগ নাগরিক সেবার স্বার্থে প্রত্যেককে দায়িত্বশীল হওয়া জরুরি। জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। একে অপরের সঙ্গে সমন্বয়ে চলমান উন্নয়ন কার্যক্রম সম্পাদন করলে কাজের গুণগতমান নিশ্চিত হবে।

- Advertisement -

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে চসিক কনফারেন্স হলে প্রকৌশলীদের সঙ্গে মাসিক সমন্বয় সভায় এই সব কথা বলেন মেয়র।

- Advertisement -google news follower

মেয়র বলেন, চসিক পরিচালিত ট্রাক টার্মিনাল, এলইডি বাতি, এডিপি প্রকল্প, জাইকা প্রকল্প, আরকান সড়ক উন্নয়ন, বারইপাড়া খাল খনন প্রকল্প, ফইল্ল্যাতলি বাজার সড়ক উন্নয়ন এবং সেবক নিবাস নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেন।

সভায় চসিক প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, আনোয়ার হোছাইন, কামরুল ইসলাম, আবু ছালেহ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, ঝুলন কান্তি দাশ ও বিপ্লব দাশসহ প্রকৌশলীরা।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM