পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশ বলছে, নিখোঁজ আসামিকে তাড়াই করেনি পুলিশ। তবে ফায়ার সার্ভিস খুঁজেও নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পায়নি।
জানা যায়, পুলিশের ভয়ে রোববার (১ ডিসেম্বর) রাতে শঙ্খ নদীতে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হন ছাবের আহমদ। সোমবার (২ ডিসেম্বর) ডুবুরিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শঙ্খ নদীতে অভিযান চালিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
দোহাজারী পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম জয়নিউজকে বলেন, পুলিশ বর্মা কলোনিতে উপস্থিত হলেও তার ঘরে কোনো অভিযান চালায়নি। নদীতে ছাবের আহমদ ঝাঁপ দেওয়ার ব্যাপারে রোববার সকাল ১১টা পর্যন্ত কেউ জানায়নি। তবে ছাবেরের বিরুদ্ধে ২০১০ সালের মাদক ও ২০০৬ সালে চুরিসহ দুটি মামলা রয়েছে।
ছাবেরের দ্বিতীয় স্ত্রী রওশন আরা জয়নিউজকে বলেন, পুলিশ তাড়া করলে তার স্বামী নদীতে ঝাঁপ দেয়। আমার মনে হয়, তিনি নদীতে ডুবে মারা গেছেন।
ছাবের আহমদ দোহাজারী পৌরসভার পূর্ব দোহাজারী মজুপাড়ার মৃত নজির আহমদের ছেলে।