শনিবার থেকে কেজি ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে পুলিশ

পেঁয়াজ সংকট নিরসন ও জনগণের চাহিদা পূরণে এবার চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কেজি ৪৫ টাকা দরে প্রতিদিন ১ টন পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে পেঁয়াজ বিক্রি শুরু হবে।

- Advertisement -

শুক্রবার (৬ ডিসেম্বর) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন এ তথ্য জানান।

- Advertisement -google news follower

তিনি বলেন, পেঁয়াজের দামের লাগাম টানতে আমরা মাঠে নেমেছি। আমরাও পেঁয়াজ বিক্রি করব। মাত্র ৪৫ টাকা কেজি দরেই প্রতিদিন কোতোয়ালি থানা প্রাঙ্গণ পেঁয়াজ কেনা যাবে।

প্রাথমিকভাবে নগরের ৫টি থানার অধীনে প্রতিদিন ১ টন করে পেঁয়াজ বিক্রি করবে পুলিশ। ইপিজেড, খুলশি, চাঁন্দগাও,পাহাড়তলী ও কোতোয়ালি থানায় পেঁয়াজ বিক্রি করা হবে।

- Advertisement -islamibank

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পর সিএমপি এই প্রথমবারের মতো পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। পেঁয়াজ নিয়ে জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে সিএমপির এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রসঙ্গত, পেঁয়াজ সংকট শুরু হওয়ার এক মাস পর গত ১৯ নভেম্বর থেকে নগরে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM